সিলেট ২রা মার্চ, ২০২১ ইং | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
সু.ডাক ডেস্ক:
বাংলাদেশ নিয়ে আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের দুর্ভাগ্য, এটা এখানেই চলে আসে। এই ভূমিতে এর উৎস, উৎপত্তি।’ গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভা’য় মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আল জাজিরা একটা কোম্পানি। লাক্স কোম্পানি, তেল কোম্পানি, কাপড় কোম্পানি, এটা তথ্য কোম্পানি। তারা আমাদেরকে এভাবে বেছে নেবে কেন? মনে হচ্ছে কাঠ-খড় পুড়িয়ে, নানাদিক থেকে যোগাড়-যন্ত্র করে কাট অ্যান্ড পেস্ট বলে না একটা কথা সাংবাদিকরা, আমাদেরকে তুলে এনে সম্পাদনা করে লাগিয়ে দিলে মনে হয় একটানা হয়ে গেল। এগুলো তারা করছে। দুই একজনের ছবি দেখেছি ওখানে, ছবি দেখে পায়ের ছাপ ধরে ধরে পুলিশ যেমন চোর ধরে, কিছু লোকের পায়ের ছাপ আল জাজিরার রিপোর্টে দেখেছি আমরা। পায়ের ছাপ দেখে দেখে আমরা পৌঁছাতে পারছি কোথা থেকে শুরু হয়েছে। আমাদের দুর্ভাগ্য এটা এখানেই চলে আসে। এই ভূমিতে আসে এর উৎস, উৎপত্তি।’
মন্ত্রী আরও বলেন, ‘আমার বিশ্বাস, আমাদের যে পরিচয় জাতি হিসেবে সারাবিশ্বে এই মুহূর্তে আছে, সামান্য আঁচড় দিয়ে আমাদের ক্ষতি করতে পারবে না। এই আঁচড় সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা যদি দল হিসেবে একতাবদ্ধ থাকি, বিএনপি পারে নাই একটানা ২৫-৩০ বছর মিথ্যাচার করে। এরাও পারবে না। আর অন্যান্য যারা বিরোধী ছিল তারা বিলীন হয়ে গেছে। কতকিছু হলো এ দেশে। কিছুই টিকলো না, বন্যার তোড়ের মতোৃ ভেসে গেল। আওয়ামী লীগের জাতীয়তাবাদী শক্তি, সাংগঠনিক শক্তির সামনে টিকতে পারে নাই।’
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com