সিলেট ২১শে জুন, ২০২২ ইং | ৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
ইফতি রহমান:
সুনামগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ২০২০-২০২১অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার অসহায় ও দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ৩৫জন অসহায় ও দরিদ্র মহিলাদের মধ্যে ৩৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চপল,উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চপল বলেন,বর্তমান সরকার প্রশিক্ষণের মাধ্যমে বেকার অসহায় ও দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করে তাদের অর্থনৈতিক কর্মকা-ে সম্পৃক্ত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনের প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com