সিলেট ২২শে জুন, ২০২২ ইং | ৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
মিজানুর রহমান মিজান: মুজিববর্ষে জলাতংক রোগ নির্মূলের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা ইপিআই ভবনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ডেপুটি সিভিল সার্জন মোঃ আশরাফুল আলম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আব্দুল আওয়াল ভূইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি মোঃ সানাউল হক, মোঃ আসাদুজ্জামান সুমন, মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া আক্তার ও মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক প্রমুখ। সভায় জানানো হয়,স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতংক প্রতিষেধক টিকাদান কার্যক্রমে এ পর্যন্ত সদর উপজেলায় ৫ দিনব্যাপী কর্মসুচির আওতায় প্রতিটি টিমে ১ জন স্থানীয় কুকুর ধরার লোক, ২ জন দক্ষ কুকুর ধরার লোক, ১ জন টিকাদানকারী, ১জন ডাটা কালেক্টর ও ১জন ভ্যানচালক নিয়োজিত আছেন। তারা প্রতিটি স্থানে শতকরা ৭০ ভাগ এর অধিক পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতংক প্রতিষেধক টিকা প্রদান করেন। যা কুকুরের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরী করে এবং উক্ত এলাকাকে জলাতংকের ঝুকি হ্রাস করে। দেশকে জলাতংক রোগ থেকে মুক্ত করতে টিকাদান কার্যক্রমে সকলের সহযোগীতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com