সিলেট ২রা মার্চ, ২০২১ ইং | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১
সু:ডাকডেস্ক:
সিলেটের শাহপরান থানা এলাকায় এক মা, তার ৯ বছরের মেয়ে ও সাত বছরের ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রক্তমাখা একটি ছোরাসহ নিহত নারীর কিশোর (১৭) সৎ ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে শাহপরানের বিআইডিসি মহল্লার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তিন জন হলেন- রুবিয়া বেগম (৩০), তার মেয়ের নাম মাহা বেগম (৯) ও ছেলে তাহসিন (৭)। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে সৎমা-ভাই-বোনকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায় ও ছুরিকাঘাত করে ওই কিশোর। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে মারা যান। শিশু তাহসিনকে মুমূর্ষু অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাদের শরীরজুড়ে এলোপাতাড়ি কোপ ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, ঘরের বিছানায় পড়ে থাকা মা ও মেয়ের এবং হাসপাতাল থেকে শিশু তাহসিনের লাশ উদ্ধার করা হয়েছে। তিন জনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তোশকে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার সময় ওই কিশোরকে আটক করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com