সিলেট ৩রা মার্চ, ২০২১ ইং | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
ইফতি রহমান:
গতকাল সোমবার বিকালে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধের কাজ এবং ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত আটগাঁও গুচ্ছগ্রাম পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
জামালগঞ্জ উপজেলাধীন ভীমখালি ইউনিয়নে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত আটগাঁও গুচ্ছগ্রাম পরিদর্শন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম এমপি। সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য মোছাঃ শামীমা আক্তার খানম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব এ এক এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম.এনামুল কবীর ইমন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com