সিলেট ২রা মার্চ, ২০২১ ইং | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
মিজানুর রহমান মিজান:
সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো.জাকির হোসেন গতকাল সোমবার পৃথক ৬৫টি মামলার রায় ঘোষনা করেছেন। এর মধ্যে ৫৪ দম্পতি সংসারে ফিরেছেন বাকী ১১ স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে।যৌতুকের দাবীতে নির্যাতন সহ পারিবারিক নানা ঝামেলা নিয়ে স্বামীদের বিরুদ্ধে আদালতে পৃথক মামলা করেছিলেন ৬৫ নারী। এর মধ্যে ৫৪টি মামলার রায়ে স্বামী-স্ত্রীর মধ্যে আপোষ মীমাংশা করে দিয়েছেন আদালত। এরপর আদালত প্রাঙ্গণ থেকে এসব নারীরা ফিরেছেন তাঁদের স্বামীর ঘরে,বাকি ১১টি মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। রায়ের ফলে ৫৪টি পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পায়। পরে স্বামীরা স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ফেরেন। আদালতের কর্মচারীরা তখন তাঁদের ফুল দিয়ে শুভকামনা জানান। একই সময়ে শিশুদের দেওয়া হয় চকলেট। এর আগে গত বছরের ২৫ নভেম্বর একইভাবে ৪৭টি পৃথক মামলার রায়ে ৪৭ দম্পতিকে একইভাবে পুনরায় সংসার করার সুযোগ করে দিয়েছিলেন একই আদালতের বিচারক মো. জাকির হোসেন। সোমবার হওয়া আদালতের এই ব্যতিক্রমী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নান্টু রায় বলেন, নির্যাতনের শিকার হয়ে নারীরা তাঁদের ছোট ছোট সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে অন্যত্র আশ্রয় নিয়ে অনিশ্চিত এক জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। অন্ধকার জীবন থেকে স্ত্রীকে স্বামীর ও সন্তানদের পারিবারিক বলয়ে আবদ্ধ করে দিয়েছেন বিচারক। এটি একটি উদাহরণ। এতে সমাজ ও পরিবারে ইতিবাচক প্রভাব পড়বে। সেই সাথে মামলার জট কমবে বলে এবং বিচারপ্রার্থী জনগণ তাদের সুবিচার পাবেন। বিচারকের এমন রায়ে উভয়পক্ষই খুশী।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com