সিলেট ২৩শে জুন, ২০২২ ইং | ৯ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১
পলী গাঁওয়ের পোয়া আমি
পল্লী গাঁওয়ে থাকি
এমদি হেমদি ঘুরিয়া বেড়াই
খেলাই লুকালুকিরে
পল্লী গাঁওয়ের পোয়া আমিরে-।।
পুবের বাড়ীর খলার মাঝে পোয়াইন পুড়িন মিলিয়া
সময় খাটাইতাম আমরা গোল্লাছুট খেলাইয়া-।।
এতেংছি বেতেংছি লাল ঘোড়া দৌড়াইছি আরো
কত্তা আনাইয়া বিনাইয়া
তেনার কইন্যা বিয়া দেই আমরা টুলিঘাটি খেলাইয়ারে-ঐ
শহরে যাও নগরে যাও বন্দরে যাও ভাই
গাঁওয়ের লাখান এত দরদ
আর কোনাখানো নাই-।।
মা বইনের আদর মাখা আমার পল্লী গাঁও
পাইতে চাইলে জলদি করি আও
গাঁওয়ের বধু কইলা লইয়া
পানি আনতা যাইনরে-ঐ
আরি দেখো পরি দেখো মায়ের হমান নাই
চিড়া খাও মুড়ি খাও ভাতের হমান নাই-।।
মা আছোইন কান্দাখাচায় আছে বুকে বল
আছে মুখে ভরা মধুর হাসি
তাইতো আমি গ্রামের পোয়া
গ্রামরে ভালোবাসিরে-ঐ
দুধপুলি ক্ষীরপুলি মোড়গঝুটি ভাই
গাঁওয়ের লাখান অত বেশি
কোনাখানো নাই-।।
শীতর দিনো হাড়িভরা খেজুরেরই রস
দেখলে খালি জিহ্বা মিয়ায় করে ফসফস
আর ভাদো মাসে তালের পিঠা খাইতে মজা ভারি
একটু খাইয়া তৈয়বুরের জিহ্বাত আইলো পানিরে-ঐ
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com