সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১
ইফতি রহমান:
সুনামগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের চলমান উচ্ছেদ অভিযানে কয়েক কোটি টাকা মুল্যের সরকারী জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর কাঁচিরগাতি সড়কের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর। অভিযানে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্ট থেকে পলাশ বাজার পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সওজের তিন কোটি টাকার জায়গা উদ্ধার করা হয়েছে মর্মে জানানো হয়েছে। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ২২তম অংশ থেকে ৬৯তম অংশ পর্যন্ত এবং সুনামগঞ্জ-কাঁচিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের প্রথম কিলোমিটার থেকে ১৩তম কিলোমিটার পর্যন্ত সড়কের উভয় পাশে অবৈধভাবে কয়েশ পাকা, আধাপাকা, টিনশেড, বসতঘর, দোকানঘর ও মার্কেট গড়ে ওঠে। সড়কের দুপাশের অবৈধ স্থাপনার কারণে তীব ্রযানজট দেখা দেয় এছাড়া ছোটবড় বেশ কয়েকটি দূর্ঘটনাও ঘটে। সড়ক ও জনপথ অধিদপ্তর অবৈধ দখলদারদের বেশ কয়েকবার স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দিলেও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় এ অভিযান চালায় অধিদপ্তর। অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তর ছাড়াও র্যাব, পুলিশ, ফায়ারসার্ভিসের কর্মীরা অংশগ্রহণ করেন। পুরো অভিযানের নেতৃত্ব দেন সওজ বিভাগের যুগ্ম সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান।সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার নাজমুল হাসান বলেন, পলাশ বাজারে শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে এগুলো উচ্ছেদ করা হয়েছে। উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান বলেন, গুরুত্বপুর্ন এ সড়কে অবৈধ স্থাপনার কারণে যানজট লেগে থাকে তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সড়কের মূল্যবান ২ একর জায়গা উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com