সিলেট ১১ই এপ্রিল, ২০২১ ইং | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১
ইফতি রহমান:
সুনামগঞ্জের বিভিন্ন হাওরসমূহে ডুবন্ত ফসল রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রম বিষয়ে সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭অনুযায়ী কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সাথে মতবিনিময় করেছেন বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান,এনডিসি।
গতকাল শনিবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজনে হাওর সমূহে ডুবন্ত ফসল রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রম বিষয়ে সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ অনুযায়ী কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের উত্তর-পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দসহ জেলা কমিটির সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com