সিলেট ১১ই এপ্রিল, ২০২১ ইং | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১
দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় জীবন বিড়ি ও মদের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় জীবন বিড়ি ও মদের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে শনিবার (৬ মার্চ )বিকালে দোয়ারাবাজারের মাঠগাঁও বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২২৪ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ১৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ২৭,০০০/- টাকা।
অন্যদিকে দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৫/৩-এস এর নিকট হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ভাংগাপাড়া নামক স্থান হতে ২০,০০০ পিস ভারতীয় জীবন বিড়ি আটক করে, যার মূল্য ৩৪,০০০/- টাকা।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম পিবিজিএম জানান,আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং জীবন বিড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com