সিলেট ১১ই এপ্রিল, ২০২১ ইং | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১
মিজানুর রহমান মিজান: সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলা পুলিশও সচেতনতামুলক মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় শহরের ট্রাফিক পয়েণ্টে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আলী খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মো:জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, ট্রাফিক ইনচার্জ শামসুল ইসলাম, ডিবি’র ওসি ইকবাল বাহার, পুলিশ পরিদর্শক নন্দনকান্তি ধর সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। এ সময় পুলিশ সুপার বলেন, কোভিড ১৯ করোনা ভাইরাস সারা পৃথিবীতে আবারও মহামারী আকার ধারণ করছে। এই মরণব্যাধি করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাচঁতে হলে সচেতন হতে হবে এবং সবাইকে মাস্ক পরিধান করতে হবে। পুলিশ বিভাগের পক্ষ থেকে এ কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com