সিলেট ১১ই এপ্রিল, ২০২১ ইং | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১
সুলেমান কবীর:
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাওয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। গতকাল দুপুরে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিৎ নন্দীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরেজমিন পরিদর্শন করে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্থদের হাতে আর্থীক সহায়তা তুলে দেন। বৃহষ্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মো.আহমদ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্থ নোয়াগাঁও গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত লোকজনের উদ্দেশে বক্তব্য দেন তাঁরা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত লোকজনকে নগদ অর্থ, চাল, ডাল, তেলসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়।তারা এই হামলার নিন্দা জানিয়ে দোষী সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাদেল আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com