সিলেট ২৫শে জুন, ২০২২ ইং | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১
নারী এবং এম ডি
-নাজিম কয়েস আজাদ
হুজুর দের কাবিন লাগে
এম ডি সাবের লাগে না,
লিভটুগেদার করলে তারা
তাতেও তাদের পাপ না।
বউকে নিয়ে হোটেলে গেলে
কাবিননামা সাথে চাই
বাসা ভাড়ায় একলা মেয়ে
কাবিননামার পাত্তা নাই।
ভাড়া বাসায় ঝুলছে লাশ
এম ডির তাতে কি
নাটক তো ভাই সবে শুরু
অনেক কিছু বাকি।
হত্যা নাকি আত্মহত্যা
তা এখনো ক্লিয়ার না
আসামি বিদেশ গেল
পরে বলে যাবে না।
অপরাধের বিচার হবে
এমন ভাবনা ভাবি না
মিডিয়ারা চুপ কেন
তাও কিন্তু জানি না।
তারপরও বলবো আমি
এমনটা আর হোক না
সবার জন্য আইনের শাসন
এক রকম হোক না ।।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com