সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১
সু:ডাকডেস্ক:
সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় গৃহিনীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার এহেন মৃত্যুতে এলাকায় চাপা গুঞ্জন বিরাজ করছে। জানাগেছে শহরের উকিলপাড়াস্থ হোসেন বখত চত্বরের উপত্যকা এলাকার বিভু চৌধুরীর স্ত্রী ঝর্ণা চৌধুরী (৫৫)তার নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারনে তিনি আতœহত্যা করেছেন তার কোন সুস্পষ্ট কারন কেউ জানাতে পারেননি। জানা যায় গত বৃহষ্পতিবার রাত ৯টার সময় নিজ ঘরের একটি কক্ষে দরোজা লাগিয়ে গায়ে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেন ঝর্ণা। সামনের কক্ষে তার তিন কন্যা ছিলেন। স্বামীও ছিলেন এ সময় বাসার গেইট লাগানোর কাজে। এই সুযোগে তিনি শরীরে আগুন লাগিয়ে দেন। তার আর্তচিৎকার শুনে তিন কন্যা ও তাদের বাবা দরোজা ভেঙ্গে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিলেট যাবার পথে তার মৃত্যু হয়। সদর থানার ওসি মোঃ শহিদুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনরা বলছেন আত্মহত্যা। তবে পারিবারিক টানাপড়েন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ ছিল”। সঠিক তদন্তে এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com