সিলেট ২৫শে জুন, ২০২২ ইং | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১
মিজানুর রহমান মিজান: বাংলাদেশের শীর্ষ ব্যাবসায়ী সংগটন এফবিসিসিআইয়ের টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত পরিচালক, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক আলহাজ্ব খায়রুল হুদা চপল গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ মে) রাতে নিজস্ব প্রাইভেটকার যোগে সুনামগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে রাত ১১.৩০মিনিটের সময় নরসিংদী এলাকায় যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা আরেকটি জীপের সংঘর্ষে এ র্দূঘটনাটি ঘটে। তিনি পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন বলে জানা যায়। দুর্ঘটনায় তার গাড়ীচালক ও গুরুতর আহত হয়েছেন মর্মে জানা গেছে।
নরসিংদী জেলার শিবপুর উপজেলার সোনাইমুড়ী পার্কের সন্মুখে প্রাইভেটকার ও জীপের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনায় কাওসার নামে একজন নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন।
খায়রুল হুদা চপল পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রাইম জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে ঢাকার এভার কেয়ার জেনারেল হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এ ব্যাপারে আহত চেয়ারম্যান খায়রুল হুদা চপলের বড়ভাই সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট জানান, চপল বর্তমানে কিছুটা সুস্থ আছে। আল্লাহর দয়ায় সে অসহায় ও দরিদ্র মানুষজনের ভালবাসায় দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবে। তিনি দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com