সিলেট ২৩শে জুন, ২০২২ ইং | ৯ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ২১, ২০২১
মিনহাজ অভি:
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী সিমা ও শিল্পীকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ বৃহস্পতিবার তাদেরকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।এরআগে বৃহস্পতিবার বিকেলে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী এলাকার ফেরীঘাটস্থ কামাল বক্সের কলোনীতে এ অভিযান পরিচালনা করে র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার সদর থানার বালিকান্দি গ্রামের বেদনআলীর মেয়ে সিমা বেগম (২৪) ও নরসিংদী জেলার রায়পুরা থানার নিলুকুটি গ্রামের রমজান মিয়ার ছেলে শিল্পী বেগম (২৯)। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ৫৫ পুরিয়া হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com