সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২১
এমন ঈদ দিয়েছ রহীম-
করোনা ঘুরে পিছে-আগে!
আতংকিত হৃদয়ে ডাকিব তোমায়
কিছু কি ভালো লাগে?
ঈদ দিয়েছ খুশীর জন্য,
খুশী আটকালে কেন?
সৃষ্টির উপর এতো অভিমান,
সৃষ্টি করেছিলে কেনো?
মানুষ যাবে না মানুষের কাছে,
এ কেমন বিধি বিধাতার?
পাপ না হয় করেছিই কিছু
আমরাতো নই অবতার!
ক্ষুদ্র মানুষ ভুলে ভরা পথ-
যাচ্ছে পতঙ্গের মতো মারা,
ক্ষমা চাই খোদা আমরা অবুঝ
কোন চুক্তি-শর্ত ছাড়া।
পরমাণু সম তোমার চ্যালেঞ্জ
কে আছে গ্রহন করে?
জ্ঞান-বিজ্ঞান তুচ্ছ নিথর
ব্যার্থতা থরে থরে!
আমরা পাপী আমরা মূর্খ
পাপে ভরা ধরার মাটি,
মানুষের ভুল মানুষ করিবে
প্রজ্ঞাময় তুমি খাঁটি!
আমরা মানুষ খেলার পুতুল
খেলিছো তুমি নিজে,
যেভাবে সাজাও যেখানেই রাখো
একাকী করিব কি যে!
করোনা, করোনা, এ খেলা থামাও
হে রাজা ধীরাজ,
মহাবিশ্বের প্রতিটি কণায়
করিছযে তুমি বিরাজ!
দিশেহারা মানুষ ছুটে চারিদিক
কতো না কষ্ট করে,
তাই দেখে তুমি শান্তি পাও প্রভু,
তোমার মন কি ভরে?
তোমার সৃষ্টি বিপথে গেলে
সুপথ দেখাবে তুমি,
মুক্ত করো খোদা এ শৃঙ্খল থেকে
তোমার আকাশ, ভূমি।
ঈদের দিনে রাগ করোনাকো
দয়া সালামিতো দিবে?
তোমার সাথে কোলাকুলি করি
বুকে টেনেতো নিবে?
——————————
লেখক:
সহযোগী অধ্যাপক
বি আই বি এম, ঢাকা।
১৩ই মে, ২০২১।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com