সিলেট ২০শে মে, ২০২২ ইং | ৬ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১
সুলেমান কবীর:
টাঙ্গুয়ার হাওড়,নীলাদ্রি ভ্রমণে নিষেধাজ্ঞা, এরপরও ছুটছেন পর্যটকরা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রিসহ সব পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। তবুও দূর-দূরান্ত থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রির সৌন্দর্য্য উপভোগ করতে ছুটছেন পর্যটকরা। তারা গোপনে নৌকায় করে তাহিরপুর উপজেলা থেকে হাওর ও নীলাদ্রিতে যাচ্ছেন। পর্যটক নাঈম আহমেদ গণমাধ্যম কে বলেন, ‘টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য্য দেখার জন্য আমরা ঢাকা থেকে এসেছি। কিন্তু এখানে এসে জানতে পারি টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু একজন নৌকার মালিক আমাদের জানিয়েছে- টাকা বেশি হলে তিনি আমাদের হাওরে ঘুরতে নিয়ে যাবেন। বাধ্য হয়ে টাকা বেশি দিয়ে এসে হাওরের সৌন্দর্য্য উপভোগ করছি।’ তাহিরপুর উপজেলার বাসিন্দা আলাল মিয়া বলেন, ‘আজ কয়েকটি নৌকা দেখেছি টাঙ্গুয়ার হাওরের দিকে যেতে। এভাবে বাইরে থেকে পর্যটকরা আসছেন, তারা স্বাস্থ্যবিধি মানছেন না। এতে উপজেলায় করোনার সংক্রমণ দিন দিন বাড়তে পারে। আমরা প্রশাসনের নজরদারির জোর দাবি জানাই।’ তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির গণ মাধ্যমকে বলেন, ‘সব পর্যটনকেন্দ্রে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা না জেনে আসছেন, তাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছে। তবে জানার পরও যদি কেউ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com