সিলেট ২০শে মে, ২০২২ ইং | ৬ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২১
মিনহাজ অভি:
নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ায় দুটি পর্যটকবাহী নৌযানকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ জুন) বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নৌযান দুটিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ইউএনও রায়হান কবির বলেন, দিন দিন করোনার প্রকোপ বাড়ছে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশের সঙ্গে তাহিরপুরের সবগুলো পর্যটনকেন্দ্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু ওই দুটি নৌযান সরকারি বিধিনিষেধ অমান্য করে পর্যটক নিয়ে হাওরে ঘুরতে এসেছিল। এ কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com