সিলেট ১৯শে মে, ২০২২ ইং | ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১
স্টাফ রিপোর্টারঃ
ফেসবুক পোস্টের জেরে শাল্লার নোয়াগাঁওয়ে সংঘটিত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীনের জামিন পাওয়াকে সমালোচনা করে দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে পত্রিকাটির সম্পাদক, সম্পাদকমন্ডলীর উপদেষ্টা ও দুজন প্রতিবেদককে স¦-শরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। কারন দর্শানোর নির্দেশের পর গতকাল রবিবার সকালে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে ভুল স্বীকার ক্রমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে জবাব দাখিল করলে মাননীয় আদালত আগামী ১২ জুলাই ২০২১ ইং তারিখে শুনানীর দিন ধার্য্যর আদেশ দেন। উল্লেখ্য, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, সম্পাদকমন্ডলীর উপদেষ্টা স্বপন কুমার দেব এবং স্টাফ রিপোর্টার পুলক রাজ ও আসাদ গণি (মনি)। জানাযায়, মঙ্গলবার (২২জুন) প্রকাশিত ওই সংবাদে শহিদুল ইসলাম স্বাধীনের জামিন সংক্রান্ত বিষয়ে অসত্য, মিথ্যা, বানোয়াট ও উস্কানিমূলক তথ্য উপস্থাপন করে জনমনে অসন্তোষ এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে দৈনিক সুনামগঞ্জের খবর। যে কারণে তিন কার্যদিবসের মধ্যে পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্ঠদের মাননীয় আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দেন মাননীয় আদালত।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com