সিলেট ২২শে মে, ২০২২ ইং | ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১
ইফতি রহমান:
সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।গতকাল রবিবার রাতে ছাতকের সুহিতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল গতকাল রবিবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে ছাতকের সুহিতপুরের শাহীন আহমদের আল মদিনা নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় ধারন গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জুনেদ আহমদ (২৬)-কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি, মোবাইল ও সীম জব্দ করে র্যাকব।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. মঈনুল ইসলাম, সিনিয়র এএসপি ওবাইন ও এএসপি সোমেন মজুমদার। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর ১৯অ/১৯(ভ) মূলে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com