সিলেট ২১শে মে, ২০২২ ইং | ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক পেকেট লেক্সাস বিস্কুটের ভিতরে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাখ মিয়া নামে এক জনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার নয়ানগর গ্রামের নোয়াব আলীর ছেলে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)। এর পূর্বে রবিবার সন্ধ্যায় তাহিরপুর সদর ইউনিয়নের থানা সংলগ্ন (মধ্যতাহিরপুর গ্রামের)একটি চা ষ্টল থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা সদরের বাজার থেকে থানা সংলগ্ন (মধ্যতাহিরপুর)একটি চা ষ্টলে এসে চা পান করছিল লাখ মিয়া ও তার অপর সহযোগি। এ সময় তাদের কাছে থাকা একটি বিস্কুটের কার্টুন দেখে সন্দেহ হলে পুলিশ জনসম্মুখে তা খোলার পর ১০৪ পিস ইয়াবা জব্দ করে। এরপর লাখ মিয়াকে আটক করলেও তার অপর সহযোগি তাহিরপুরের মানিকখিলা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন কৌশলে পালিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার জানান,থানার এসআই সাইদুর রহমান বাদী হয়ে রবিবার রাতে লাখ মিয়ার নামোল্লেখ করে ও মোফাজ্জলকে পলাতক আসামি দেখিয়ে একটি মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com