সিলেট ২২শে মে, ২০২২ ইং | ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১
সুলেমান কবীর:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাজেরট্রেক গ্রাম থেকে ৫টি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। শনিবার সকালে ওই গ্রাম থেকে হযরত আলীর ছেলে সাত্তার (৪০) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে গাজার ৫টি গাছও উদ্ধার করা হয়। সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সূত্র জানায়, সাত্তার মিয়ার বসত ঘরের পশ্চিম পাশে ফসলি জমিতে গাজা চাষ করা হচ্ছিল। খবর পেয়ে ৩৫ টি কাঁচা গাঁজা গাছের ডাল এবং ৫ টি গাঁজার গাছ জব্দ করা হয়। র্যাব ৯ অধিনায়ক লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com