সিলেট ২১শে মে, ২০২২ ইং | ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১
ধর্মপাশা প্রতিনিধি :
করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় ধর্মপাশা উপজেলায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে দ্বিতীয় দিনের সরকারি আদেশ অমান্য করায় ৪ জন ব্যবসায়ীকে ১২ হাজার ২ শত ৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত উজেলার বাদশাগঞ্জ ও গাছতলা বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান বলেন, সরকার ঘোষিত ৭ দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ৪ জন ব্যবসায়ীকে কাছ থেকে ১২ হাজার ২ শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযান চলাকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী, এস আই পাপন চন্দ্র সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com