সিলেট ১৩ই মে, ২০২২ ইং | ৩০শে বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১
ছাতক থেকে সংবাদদাতা:
ছাতকে নৌ-পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরি মামলার ২আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে দোয়ারা বাজার উপজেলার মন্তাজনগর এলাকায় অভিযান চালিয়ে আনসার আলী ও মনির মিয়াকে গ্রেফতার করা হয়। তারা মন্তাজনগর গ্রামের বাসিন্দা ও মামলার আসামী। সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহারের নেতৃত্বে অভিযানে সাথে ছিলেন গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক শামীম আকঞ্জীসহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে তাদেরকে ছাতক থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ৬ জুলাই কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার হয় শাহাদাৎ নামের মামলার আরেক আসামী। এ নিয়ে মামলায় ৩ আসামী গ্রেফতার হয়েছে।
প্রসঙ্গত, ছাতকের চেলা নদীতে গত ৪ জুলাই সন্ধ্যায় নৌ-পুলিশের উপর হামলা করে বালু খেকোরা। এতে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুর আলমসহ ৬ পুলিশ আহত হয়। এ ঘটনায় নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদি হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ ৫০জনকে অজ্ঞাত আসামী করে ছাতক থানায় একটি মামলা (নং-৩) দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com