সিলেট ২২শে মে, ২০২২ ইং | ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১
মিজানুর রহমান মিজান:
কোভিড-১৯ মোকাবেলায় চলমান লকডাউনে সুনামগঞ্জে বিধি নিষেধ লংঘনের দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসন সুত্রে জানাগেছে, গতকাল ১০ জুলাই কোভিড-১৯ মোকাবেলায় মন্ত্রীপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে জেলার সকল পৌরসভা ও সকল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জনসমাগমস্থলে লকডাউনের বিষয়ে মাইকিং এবং ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বিধিনিষেধ কার্যকর করার জন্য সকল উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর ৮টিমে ৮০ জন, র্যাবের ২টি টিমে ১৬ জন, বিজিবির ৩টি টিমে ৩৬ জন, ব্যাটালিয়ন আনসার ২টি টিমে ২০ জন এবং পুলিশের ২০ টি টিমে ১৬০ জন নিয়মিত টহল দিয়েছে। তাদের সাথে ছিলেন দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ। এসময় ১১টি উপজেলায় বিধি নিষেধ লংঘনের জন্য ১৫টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ৭৭টি মামলায় ৭৯ জনকে ৪৮,৬০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জনস্বার্থ এ কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে প্রশাসন সুত্রে জানাগেছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com