সিলেট ২৬শে জুন, ২০২২ ইং | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
স্বপ্ন ভাঙা
রামিসা ফাহিমা ঐশি
একটা স্বপ্ন ভাঙা
একটা তীব্র হাহাকার,
সহস্র কান্না লুকিয়ে
ঠিক ই জীবনের পথচলা।
শুধু হারিয়ে গেছে,
নাড়িয়ে গেছে-
একটা গোছানো পরিবার!
সুখের দরিয়ায় ভেসে যাওয়া
দিনগুলো কি ফিরবে আবার?
এ কোন দুঃস্বপ্ন!
হারিয়েছি রত্ন!
মহাকালের নিরাশা,
এ কান্না আমার,
হারিয়ে গেছে ‘ভাষা’!
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com