সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে রাস্তা থেকে তুলে নিয়ে এক তরুণীকে (২১) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ছাতক উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হাসেমপুর পয়েন্টে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে ভিকটিম (২১) নিজ বাড়ি থেকে তার নানার বাড়ি যাওয়ার পথে একই ইউনিয়নের বাসিন্দা মতিউর রহমান মতিন(২৬) ও দিলদার হোসেন (২৮) তাকে অপহরণ করে পার্শ্ববর্তী সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে মতিউর রহমানের চাচাতো বোনের একটি বাংলো ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে একটি নৌকা দিয়ে ভিকটিমকে তারা একই ইউনিয়নের কামারগাওঁ গ্রামের বিল্লাল হোসেনের (২৬) বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে বিল্লাল ও কামরান (২৬) নামের দুই যুবক তাকে ধর্ষণ করে।
ভিকটিমকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেন তার পরিবারের লোকজন। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় বিল্লাল হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করেন তারা।
এসময় ঘটনার জানাজানি হলে স্থানীয় লোকজন মতিউর রহমান মতিন ও দিলদার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে কামারগাওঁ বাজারে অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকেও গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, মামলার প্রধান তিনজন আসামি পুলিশের হেফাজতে রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com