সিলেট ২৭শে মে, ২০২২ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১
মিনহাজ অভি:
সুনামগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের হাজীপাড়া এলাকাস্থ হাওড় বিলাসে সুনামগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মনাজ্জির হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল খছরু, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক, নাদের আহমদ। অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, লিয়াকত আলী, শাহাজান মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাসেম দুলু, সদস্য সচিব দিপংকর বণিক সুজিত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোশারফ হোসেন, সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালার চান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরমান উদ্দিন, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান তুহিন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুক্তার হোসেন ভুইয়া প্রমুখ। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com