সিলেট ১৩ই আগস্ট, ২০২২ ইং | ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১
ইফতি রহমান:
বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এ বছর সুনামগঞ্জ জেলার পনেরোজন গুণি ব্যাক্তিত্বকে “জেলা শিল্পকলা অ্যাকাডেমি সম্মাননা ” ২০১৮,২০১৯, ২০২০ সম্মাননা প্রদান করা হবে। আগামী ১০ সেপ্টেম্বর, ২০২১ খ্রিঃ শুক্রবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমি ভবনে হাছনরাজা মিলনায়তনে, সুনামগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমি ২০১৮,২০১৯,২০২০ সম্মাননা প্রদান করা হবে। গুণিজন সম্মাননা পাবেন ২০১৮ রণেশ ঠাকুর, অধ্যক্ষ মোঃ শেরগুল আহমেদ, অ্যাড:অলক চক্রবর্তী বাপ্পা, রওনক আহমেদ বখত, ২০১৯ লেঃ কর্নেল (অব.) ডাক্তার মোঃ মকব্বীর আলী, আবু আলী সাজ্জাদ হোসাইন, বাঊল মোঃ গোলাম মোস্তফা, উৎপল খাসনবীশ, বিশ্বজিৎ আচার্য রন্টু ২০২০ হেমেন্দ্র চৌধুরী, মকদ্দস আলম উদাসী, খায়রুল বসর ঠাকুর খাঁন, প্রদীপ পাল নিতাই, শুক্লা রায় চৌধুরী, উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন জেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ শেরগুল আহমেদ
সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ দিশারি ২৯ আ/এ (২য় তলা) কালীবাড়ি রোড, সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭১-৬২১২৩ মোবাইলঃ 01754887923
ইমেইলঃ sunamganjerdak@gmail.com
ওয়েবসাইটঃ www.sunamganjerdak.com